সোমবার, ২১ অক্টোবর ২০২৪, ১২:৩০ অপরাহ্ন

News Headline :
ডিমের মূল্যের ঊর্দ্ধগতিতে মধ্যস্বত্ব ভোগীরা বড় সমস্যা- মৎস্য ও প্রাণি সম্পদ উপদেষ্টা কুষ্টিয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহ এর ১৩৪তম তিরোধান দিবস ২০২৪ উদযাপনের আজদ্বিতীয় দিন ইবিতে পরীক্ষা দিতে এসে তোপের মুখে ছাত্রলীগ নেতা কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে লালন মেলা হতে চুরি হওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার ন্যায় বিচার পেলে আওয়ামী লীগের জীবনের স্বাদ মিটে যাবে-নওগাঁ জামায়াত আমির রাবি’তে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার ফুলবাড়ীতে বিএনপি‘র দুই গ্রুপের সংঘর্ষে আহত ২ পাবনার ঈশ্বরদীতে সন্ত্রাসীদের গুলি ল্যাংড়া বিপু গুলিবিদ্ধ পাবনায় স্বপনের অফিস ভাংচুর করলেন শিমুল সমর্থক হামলা-পাল্টা হামলা পাবনা র‌্যাবের অভিযানে পর্নগ্রাফি মামলার পলাতক আসামী গ্রেফতার

শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান

Reading Time: 2 minutes

জহুরুল হক, দৌলতপুর কুষ্টিয়া :
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। নির্বাচিত হবার পর থেকে তিনি শিক্ষার মান উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা প্রদানের জন্য জন্য কার্যকরী নানা পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে ভুমিকা রেখে আসেছেন। সেই ৯০ সালে তার বাবা আফাজ উদ্দিন আহমেদ ছিলেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান। তারপর ২০০৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। আমৃত্যু নিঃস্বার্থভাবে দৌলতপুর উপজেলার মানুষের সেবা করে গিয়েছেন তিনি। এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সহ আর্থ সামাজিক উন্নয়নে রেখে গেছেন অসামান্য ভুমিকা। তাঁর অবদান কে উপজেলার মানুষ শ্রদ্ধাভরে মনে রেখেছেন।
বাবার হাত ধরে, বাবার দেখানো পথে অগ্রসর হচ্ছেন, আফাজ উদ্দিন আহমেদ এর কনিষ্ঠ পুত্র অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে সর্বোচ্চ ডিগ্রী অর্জন করেন তিনি। আইন পেশা ছেড়ে বাবার আদর্শকে লালন করে মানুষের সেবায় ব্রত হয়েছেন।
২০১৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যন নির্বাচিত হন অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন । এরপর শুরু হয় করোনা মহামারি। নিজের সুরক্ষাকে তুচ্ছ করে তিনি উপজেলাবাসীর স্বাস্থ্য নিরাপত্তা ও সুরক্ষার কাজে ঝাঁপিয়ে পড়েন। সুরক্ষা সামগ্রী বিতরণ, চিকিৎসা, নগদ সহায়তা সহ বিভিন্নভাবে উপজেলাবাসীর পাশে দাড়ান। এক পর্যায়ে তিনি নিজেও করোনাক্রান্ত হন। ৬৬২ বর্গ কিলোমিটার ভ’-খন্ডের প্রায় ৬ লক্ষাধিক জনসংখ্যার আশা -ভরসা বা আস্থার প্রতীক হিসাবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি তার উদ্যোগে দৌলতপুরবাসীকে সচেতন করার লক্ষ্য নিয়ে বাল্য বিয়ে নিরোধ, মাদকের অপব্যবহার রোধ, সড়ক নিরাপত্তা নিশিচত সহ নানা বিষয়ে রোড‘শো অনুষ্ঠিত হয়। যা উপজেলাবাসীর মধ্যে ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে। প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতির দায়িত্বপ্রাপ্ত হবার পর থেকে উপজেলার ২১৫ টি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষান মান উন্নয়ন, ও প্রাথমিক শিক্ষা থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধকল্পে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেন। এলক্ষ্যে দুরবর্তী শিক্ষার্থীদের বাইসাইকেল, প্রতিব›িদ্ধ শিক্ষার্থীদের হুইল চেয়ার, শিক্ষার্থীদের টিফিন বাটি, মিড্ ডে মিল, স্কুল ড্রেস এমনকি দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ বিতরণ করে শিক্ষাথী ঝরে পড়া রোধে সফলতা দেখিয়েছেন। সম্প্রতি তিনি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য তার প্রয়াত বাবার নামে ‘আফাজ উদ্দিন আহমেদ“ শিক্ষা বৃত্তি চালু করে প্রতিযোগীতামুলক মেধা যাচাইয়ের দ্বার উন্মোচন করেছেন।
প্রাথমিক শিক্ষায় এ অবদানের স্বীকৃতি হিসাবে তিনি গত সেপ্টেম্বর মাসে কুষ্টিয়া জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান এবং অক্টোবর মাসে খুলনা বিভাগীয় শ্রেষ্ট উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন মনে করেন, সব কিছুর মূলে শিক্ষার কোন বিকল্প নাই। তৃণমূল পর্যায়ে মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে পারলে সমাজের সকল অন্যায়, অবক্ষয়, অ-ব্যবস্থাপনা দুর হয়ে যাবে। আর প্রাথমিক শিক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীর ভিত্তি। এ ভিত্তি মজবুত না করতে পারলে ঐ শিক্ষার্থী মাঝ পথে ঝরে পড়বে। নিজের অভীষ্ট লক্ষ্যে কখনও পৌছাতে পারবেনা বলে তিনি মনে করেন। এ জন্য তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তিনি প্রাথমিক শিক্ষার মান নিশ্চিত করার জন্য শিক্ষকদের মাসিক সভায় নির্দেশনা দিয়ে আসছেন। এবং আকস্মিক বিদ্যালয় সমুহ পরিদর্শন করে শিক্ষার মান নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করছেন। তাছাড়া লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা, মানসিক স্বাস্থ্য নিশ্চিত করার জন্য স্কাউটিং সরঞ্জাম, ফুটবল, ভলিবল সহ ক্রীড়া সামগ্রী বিতরণ করে আসছেন।
যার ফলে, শিক্ষা সংশ্লিষ্টরা উপজেলা পরিষদের চেয়ারম্যন অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন কে আলোর ‘বাতিঘর“ হিসাবে আখ্যায়িত করেছেন।
জানতে চাইলে এজাজ আহমেদ মামুন জানান, শিক্ষা জাতীর মেরুদন্ড‘ এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। আশা করি উপজেলার মানুষ খুব দ্রুত তার সুফল পাবেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com