admin
- ৬ ফেব্রুয়ারী, ২০২৩ / ১২৮ Time View
Reading Time: < 1 minute
এম.জে সুলভ, পাবনা :
শিক্ষার্থীদের খেলাধুলা সহ সুস্থ্য বিনোদনে উৎসাহ যোগাতে হবে। অতিমাত্রায় এরা যেনো ভার্চুয়াল জগতে আসক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবেই আওয়ামীলীগ সরকারের লক্ষ্য অর্জিত হবে।
দুপুরে নতুন বাজার উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন উদ্বোধন শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
তিনি বলেন, দেশের মানুষকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে সরকার নিরলস কাজ করছে। অসংখ্য বিদ্যালয়কে এমপিওভূক্ত করার পাশাপাশি নতুন নতুন ভবনও নির্মাণ করা হচ্ছে। শিক্ষাখাতের এ ব্যাপক উন্নয়ন কেবল এই সরকারের হাতেই হয়েছে। এ উন্নয়নের গতি বাড়াতে আপনারা আগামী নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিন। দেশ আরো এগিয়ে যাবে। প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শামসুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন, সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পাবনার সহকারী প্রকৌশলী সুমন রানা, উপ সহকারী প্রকৌশলী সালমান ফারসি, চরতারাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম টুটুল, বর্তমান চেয়ারম্যান সিদ্দিকুর রহমান খান, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, সুজানগর পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, সাদুল্লাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক বদরুদ্দোজা মানিক, সাবেক ছাত্রনেতা জয় সহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।