শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা থেকে :
এই এক্সিবিশনে ১৫ জন শিল্পীর চিত্র পরিবেশিত হয়, বিভিন্ন জেলা থেকে শিল্পীরা এক্সিবিশনে তাদের চিত্র তুলে ধরেন এবং তারা বলেন আমরা ধন্য, শিল্পায়ন এরকম একটি উদ্যোগ নিয়ে আমাদেরকে আনার জন্য ও আমাদের সাথে সহযোগিতা করার জন্য, সুদূর গুজরাট, কুচবিহার, মালদা থেকে আগত শিল্পীরা এই এক্সিবিশনে অংশগ্রহণ করেন। শিল্পীরা বলেন দুটি বছর করোনার জন্য যেভাবে আমরা ঘরবন্দী হয়ে পড়েছিলাম এবং এক্সিবিশন না করতে পারায় আমরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম কিন্তু এই মুহূর্তে সকলের সংস্পর্শে এসে আমরা আনন্দিত, এইভাবে এক্সিবিশেশনের মাধ্যমেই আমাদের ছবি পরিবেশিত হয় এবং দর্শকদের মতামত আমাদের দেওয়ায়, এই এক্সিবিশন চলবে 28th march থেকে 3rd april পর্যন্ত প্রতিদিন দুপুর ১২ঃ০০ টা থেকে রাত্রি আটটা পর্যন্ত দর্শকদের জন্য এবং শিল্পী প্রেমী মানুষদের জন্য খোলা থাকছে। এই এক্সিবিশনে শুভ সূচনা করেন স্বামী বিদ্যা স্বরূপানন্দ রামকৃষ্ণ মিশন,। উপস্থিত ছিলেন শিল্পী প্রশান্ত দেওয়ান ,শিল্পী বাদল পাল , উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট চন্দন দাস ,সেক্রেটারী শ্রী ভাস্কর দাসগুপ্তা সহ অন্যান্যরা, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং অতিথিদের বরণের মধ্য দিয়ে এই এক্সিবিশনে শুভ সূচনা হয়, এই এক্সিবিশনে প্রায় ২০০রও বেশি ছবি প্রদর্শিত হয়। এবং এক্সিবিশনে একটি সুন্দর চিত্র মানুষের কাছে বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে, সেটা ডিমের তৈরি ভিন্ন ধরনের চিত্র, সুদূর গুজরাট থেকে আগত চিত্রশিল্পী এই এক্সিবিশনে অংশ নেন,, যে সকল শিল্পীরা অংশ নিয়েছেন এবং তাদের চিত্র প্রদর্শিত হয়েছে তারা হলেন, ডক্টর অভিষেক ঘোষ, সোমা হালদার ,প্রীতম বসাক ,শুভজিৎ রায়চৌধুরী, জয়ন্ত সমাজপতি, দুলাল সরকার, মধুমিতা মুখার্জি, সিমি ঋষি, সৌমিতা সাঁতরা, সত্যব্রত কর্মকার, সুইটি লাহিড়ী, সুখমনি কাউর , প্রশান্ত মন্ডল, কাশ্যপ্ রায়,অলোক কুমার ভঞ্জ জাহাজের বিভিন্ন চিত্র দর্শকদের বেশ কিছুটা আকর্ষণ করেছে এবং মন ভরিয়ে তুলেছে এই এক্সিবিশানে। আগত দর্শকরা জানালেন বহুদিন পর এইভাবে প্রদর্শনী দেখতে পেয়ে আমরা খুশি। এবং বিভিন্ন শিল্পীর বিভিন্ন চিত্র আমাদেরকে মুগ্ধ করেছে, । এইভাবে শিল্পীদের জীবন এগিয়ে যাক এটাই আমরা কামনা করি। এবং শিল্পীদের বিভিন্ন ছবি দেশ-বিদেশে পাড়ি দিক।