শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ কেজি হেরোইন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার মাটিকাটা ইউনিয়নের বড়গাছী এলাকা থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে র্যাব-৫ এর অধিনায় লে. কর্নেল মুনীম ফেরদৌসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বড়গাছী গ্রাম সংলগ্ন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে অবৈধ বস্তু পরিত্যক্ত অবস্থায় আছে। পরে র্যাবের টিম ওই জায়গায় অভিযান চালিয়ে ৫ কেজি হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।