মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মজিবুল হক লাজুক, বিমেষ প্রতিনিধি:
কুষ্টিয়ার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ প্রদানের ক্ষেত্রে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের যোগসাজসে নিয়োগ বাণিজ্যের অভিযোগ পাওয়া যাচ্ছে। স¤প্রতি কুষ্টিয়ার একাধিক মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ প্রদানে অর্থ বাণিজ্যের তথ্য পাওয়া গেছে। এবার কুষ্টিয়া সদর উপজেলার জগতি মাধ্যমিক বিদ্যালয়ে ৩টি পদে নিয়োগ দিতে অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ বিষয়ে জগতি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একজন সদস্য নিয়োগ দেওয়া বন্ধের দাবিতে কুষ্টিয়ার জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। যার অনুলিপি কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা, কুষ্টিয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া ও জগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরণ করা হয়েছে। জানা যায়, জগতি মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত কমিটির সভাপতি মীর রেজাউল ইসলাম বাবু ও প্রধান শিক্ষক আলতাফ হোসেন কমিটির অন্যান্য সদস্যদের না জানিয়ে ও কোন প্রকার মিটিং না করেই তাদের ইচ্ছে মতো অত্র বিদ্যালয়ের ৩টি পদে নিয়োগ প্রদানের উদ্দেশ্যে নিয়োগ পরীক্ষা গ্রহণ করেছে। এমনিক গোপনে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও কমিটি গঠন করে ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া কার্যক্রম শুরু করা হয়েছে। জেলা প্রশাসক বরাবর আবেদন সূত্রে আরো জানা যায়, গত ২৮ নভেম্বর ২০২২ তারিখে বিকাল ৩টায় কুষ্টিয়া সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক ও সভাপতি তাদের ইচ্ছেমত প্রার্থীদের নিয়োগ দেওয়ার শর্তে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা অর্থ বাণিজ্য করেছে। আবেদনকারী ম্যানেজিং কমিটির এই সদস্য জেলা প্রশাসকের নিকট নিয়োগ পরীক্ষা বাতিল করে সভাপতি ও প্রধান শিক্ষকের নিয়োগ বাণিজ্যের বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
এ বিষয়ে জানার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেনকে ফোন দেওয়া হলে তিনি বলেন, একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে যে নিয়মনীতি মানা প্রয়োজন সবগুলোই মানা হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি মীর রেজাউল ইসলাম বাবু বলেন, ‘ও (অভিযোগকারী) সবই জানেন’ বলেই তিনি ফোন কেটে দেন।