সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মো: ইব্রাহীম, সরাইল,ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের হামলায় আয়েশা বেগম (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার পানিশ্বর গ্রামে এই ঘটনা ঘটে। সে পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি গ্রামের মৃত গুনি মিয়ার স্ত্রী। নিহত আয়েশা বেগমের ছেলে শাহআলম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শোলাবাড়ি গ্রামের মধ্যপাড়া ইউনুছ মিয়ার সাথে ও দক্ষিণপাড়ার মুর শাহীদ মিয়ার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আয়েশা বেগম ঝগড়া আসলে প্রতিপক্ষের হামলায় আয়েশা বেগম গুরুতর আহত হন। পরিবারের লোকজন গুরতর অবস্থায় আয়েশা বেগম উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।