সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মো. ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, সাবেক এমপি ও কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি এডভোকেট মোঃ জিয়াউল হক মৃধা। বক্তব্য রাখেন, কালীকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সদস্য মোঃ আলী মিয়া, মোঃ জাহাঙ্গীর মৃধা, আবু শামীম ছানা, সহকারী শিক্ষক বিশ্বজিৎ দাশ গুপ্ত ও শাহাগীর মৃধা প্রমূখ। প্রবন্ধ পাঠ করেন, দশম শ্রেণীর ছাত্রী মাইশা নাজিয়া শিফা, দোয়া পরিচালনা করেন সহকারি শিক্ষক মাওঃ মোঃ সাদ্দাম হোসেন।