সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মো. ইব্রাহীম,সরাইল, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় সাগর মিয়া (২০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সাগর সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাকাইল গ্রামের নান্নু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর মিয়া বেকারি রুটি-বিস্কুট নিয়ে বিভিন্ন দোকানে সরবরাহ করতে ভ্যান গাড়ি চালিতে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে সরাইলে দিকে যাচ্ছিল। এসময় পেছন দিক দিয়ে বালু বোঝাই একটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান গাড়িটি সহ সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় ভ্যান চালক সাগরকে উদ্ধার করে ২৫০শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।