সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:১৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মোঃ ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শাহবাজপুরে ২০ কেজি গাঁজাসহ বাহার মিয়া (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর চৌরঙ্গীর মোড় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত,বাহার মিয়া কিশোরগঞ্জ জেলা, ভৈরব উপজেলা কালিপুর পশ্চিমকান্দা গ্রামের মৃত, হাবিব মিয়া ছেলে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর চৌরঙ্গীর মোড় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ বাহার মিয়াকে গ্রেফতার করেন। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহƒত একটি পিকাপভ্যান আটক করা হয়। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজালাল আলম জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।