সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মো. ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সরাইল সৈয়দ সিরাজুল ইসলাম অডিটোরিয়ামে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সরাইল প্রেসক্লাবের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত দোয়া ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল। এ সময় সাবেক এমপি অ্যাডভোকেট মো. জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুল, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, আওয়ামীলগের নেতা অ্যাডভোকেট আব্দুর রাশেদ, অ্যাডভোকেট তানভীর হোসেন কাওছার, আওয়ামীলগের নেতা কামরুজ্জামান আনসারী, সরাইল স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নোমান মিয়া, সহকারী অধ্যাপক ডা. ফখরুল ইমলাম শিবলী, সরাইল থানার অফিসার ইনচার্জ মো. আসলাম হোসেন, হাইওয়ে থানার ওসি সুখেন্দ্র বসু, সরাইল ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, জাতীয় পার্টির নেতা হুমায়ুন কবির,আব্দুল মালেক এবং আওয়ামীলগের নেতা মাহফুজ আলীসহ প্রেসক্লাবের আজীবন সদস্য, কার্যকরী পরিষদের সদস্য, সাধারণ সদস্যবৃন্দ ও বিভিন্ন স্তরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন মাওলানা মশিউর রহমান।