সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৫২ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আঃ খালেক মন্ডল, গাইবান্ধা:
গাইবান্ধার সাদুল্লাপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারী মোসলেম প্রামানিককে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন-এর নির্দেশনায় সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামানের নেতৃত্বে শনিবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কে ধাপেরহাট এলাকায় থানা পুলিশের একটি টিম কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারী মোসলেম প্রামানিককে ১ কেজি গাঁজাসহ হাতে নাতে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মোসলেম প্রমানিক পাবনা জেলার সদর উপজেলার রাজাপুর গ্রামের মৃত মোকসেদ প্রামানিকের ছেলে।
সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মোসলেম একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা বিচারাধীন রয়েছে।