শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা থেকে :
সর্ব ভারতীয় ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশন এর পরিচালনা সংস্থার কর্ণধার অমিত দাসের উদ্যোগে এবং মৌমিতা চক্রবর্তীর সহযোগিতায় সামার আর্ট কার্নিভাল ইন্টারন্যাশনাল ২০২৩ পুরস্কার বিতরণী. অনুষ্ঠিত হলো, কলকাতার আইসিসিআর এর নন্দলাল বসু গ্যালারীতে এই নন্দলাল বসু গ্যালারীতে চব্বিশে এপ্রিল একটি এক্সিবিশনের শুভ সূচনা হয় বিকেল পাঁচটায় এবং চলে ২৬ এপ্রিল পর্যন্ত অর্থাৎ আজ তার শেষ দিন, প্রায় আড়াইশো থেকে ৩০০ ছবি ছাত্র-ছাত্রীদের প্রদর্শিত হয় এবং বিভিন্ন আর্টিস্টদের ছবি প্রদর্শিত হয়,, বিভিন্ন জেলা ও স্কুল থেকে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা, আজ সেই সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের হাতে সংস্থার কর্ণধার অ্যাওয়ার্ড তুলে দিলেন আজ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি ও চিত্রশিল্পী মানবেন্দ্র সরকার, গোপাল নস্কর, মিহির কয়াল, শুভেন্দু বিশ্বাস এবং আইনজীবী রাজীব সিংহ মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য সকল অতিথিবৃন্দ। আজকের অ্যাওয়ার্ড গুলির মধ্যে ছিল… আর্টিস্ট অ্যাওয়ার্ড, মাস্টার অ্যাওয়ার্ড, অংকন শিক্ষাগুরু সম্মান, বেস্ট পেন্টিং আওয়ার্ড, সর্বভারতীয় জুনিয়র আর্টিস্ট অ্যাওয়ার্ড। এবং যে সকল বিষয়ের উপর এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়েছে, পেন্টিং, ক্র্পচার, ফটোগ্রাফি ,ডিজিটাল আর্ট। শুধু এক্সিবিশনে উপর এই অ্যাওয়ার্ড গুলি দেওয়া হয়নি দেওয়া হয়েছে, ছোট্ট ছোট্ট শিশুদেরও যারা এই এই দেখে উৎসাহিত হবে এবং তাদের মনোবল আরো বাড়বে তাদের হাতেও অ্যাওয়ার্ড তুলে দিলেন। আজ সকল অভিভাবকরা খুশি তাদের ছেলে মেয়েরা এই ধরনের একটি অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পেয়ে। সংস্থার কর্ণধার জানালেন এই অ্যাওয়ার্ড টা বড় কথা নয় তাদেরকে সামান্য কিছু দিয়ে উৎসাহিত করেছি এটাই আমার কাছে বড় বিষয় কারণ যদি তাদেরকে উৎসাহিত করি তাহলে একদিন তারাও আমাদের মত একজন ভালো আর্টিস্ট হতে পারবে ও এই ভাবে বিভিন্ন জায়গায় এক্সিবিশনের মাধ্যমে তাদের ছবি পদর্শিত হবে, আর একটা কথা বলি অ্যাওয়ার্ড পেলেই যে সে ভালো আর্টিস্ট তা নয়, ভালো আঁকাটাই একটা আর্টিস্টের আসল গুণ আর এই সর্বভারতীয় ক্রিয়েটিভ কালচার ফাউন্ডেশন সবার পাশে আছে সবাইকে নিয়ে চলার চেষ্টা করছে।
আজ প্রায় সাড়ে ৪শ থেকে ৫শ জন ছাত্র-ছাত্রী ও শিক্ষক মহাশয়দের হাতে এই অ্যাওয়ার্ড গুলি তুলে দিলেন এবং জানালেন আগামী দিনে আরও বিভিন্ন দেশে এই ধরনের এক্সিবিশন করে ও তাদের হাতে পুরস্কার তুলে দেয়ার চেষ্টা করব । সকলে এই ধরনের অনুষ্ঠানে সহযোগিতা করায়, আমি তাদের কাছে কৃতজ্ঞ, যেভাবে আজ আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।