রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহতরা হলেন, শাহজাদপুর উপজেলার খুকনী জুগিপাড়া গ্রামের বাবুল মিস্ত্রির স্ত্রী মিতু বিশ্বাস(৩০) ও তার মেয়ে ইচ্ছামনি বিশ্বাস(০৭)। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে পাবনা-ঢাকা মহাসড়কের শাহাজাদপুর উপজেলার মাদলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান বৃহস্পতিবার সকালে পাবনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস শাহজাদপুর উপজেলার মাদলা নামক স্থানে পৌঁছালে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির আরোহী মিতু সূত্রধর (৩০) নামে এক নারী নিহত হয়। এরপর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার শিশু কন্যা ইচ্ছামনিও (৭) মারা যায়। নিহত মা মেয়ের বাড়ি উপজেলার খুকনী ইউনিয়নের জুগিবাড়ি গ্রামে। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ মোট ৫ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন, সিএনজি চালক তাইমুল (২৫) সাথিয়া উপজেলার ছেচানিয়া গ্রামের আল-মাহমুদের ছেলে। অন্যরা হলেন, শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কাদাই গ্রামের অরুণা সূত্রধর (৬০), তার ছেলে সৌরভ সূত্রধর (১৭), খুকনি ইউনিয়নের জুগিবাড়ি গ্রামের বিনয় সূত্রধরের মেয়ে কলি সূত্রধর (১৬) এবং কথা সূত্রধর (১২)। এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খায়রুল বাশার বলেন, সকালে পাবনা থেকে শাহজাদপুর ট্রভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। বাসটি শাহজাদপুর উপজেলার মাদলা নামক স্থানে পৌছালে একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মা-মেয়ের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।