বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৯:২৪ অপরাহ্ন
Reading Time: < 1 minute
সংবাদ বিজ্ঞপ্তিধ
র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের সলঙ্গায় ৯৯ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক। গত ২৪/১১/২০২২ ইং তারিখ বিকাল ০৩.৪০ ঘটিকায় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন নলকা ইউনিয়নস্থ ঢাকা-রংপুর মহাসড়ক থেকে সিরাজগঞ্জ গামী রাস্তার মোড়ে একটি মাদক বিরোধী চালিয়ে ৯৯(নিরানব্বই) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ মতিউর রহমান(৪০), পিতা- মৃত কাশেম, সাং- চানপাড়া, পোঃ ভবানীগঞ্জ ২। নীলুফা@কল্পনা, স্বামী মোঃ মতিউর রহমান, গ্রাম-বড়বিহান আলী চানপাড়া, পোঃ বড়বিহান, উভয়-থানা বাগমারা, জেলা-রাজশাহী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা কার্যক্রম চলমান।
স্বাক্ষরিত-মোঃ আবুল হাসেম সবুজ, লেফটেন্যান্ট স্কোয়াড কমান্ডার, র্যাব-১২,সিপিএসসি সিরাজগঞ্জ।