শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস বিজ্ঞপ্তি:
র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জের শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড থেকে সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত ০১ জন পলাতক আসামী গ্রেফতার এরই ধারাবাহিকতায় ১১/১১/২০২২ তারিখ বিকেল ০৫.১৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল এন আই এ্যাক্টের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃ হাফিজুল আলী(৩৫), পিতা-হোসেন আলী, সাং-কাংলাকান্দা, পোষ্টঃ নরিনা, থানা-শাহজাদপুর, জেলা-সিরাজগঞ্জ (সূত্রঃ এস/সি ১৯৫/২১ সি/আর ১২/২০(শাহ), স্মারক ৫০৭ (শাহ) তারিখ ২৫ এপ্রিল ২০২২ ইং ধারা এন আই এ্যাক্ট এর ১৩৮ ধারা) কে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন বিসিক বাসষ্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত এন আই এ্যাক্টের সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামীকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাক্ষরিত- মোঃ আবুল হাসেম সবুজ, লেফটেন্যান্ট স্কোয়াড, কমান্ডার, র্যাব-১২,সিপিএসসি,সিরাজগঞ্জ।