শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৬:৩৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এম মনিরুজ্জামান,পাবনা:
পাবনার সুজানগর উপজেলায় প্রথম দিনের লকডাউন কঠোরভাবে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথ ভাবে লক ডাইন চলাকালীন সময়ে পৌর শহরে প্রধান প্রধান সড়ক, কাঁচা বাজার, চাউল পট্টি সহ গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক বক্তব্য ও লক ডাইনে দায়িত্ব পালন করেন। বুধবার উপজেলার খাদ্য ও ঔষধের দোকান ছাড়া অন্যান্য বিপনী বিতান, দোকানপাট বন্ধ দেখা যায়।
থানার ইন্সপেক্টর বদরুদ্দোজা বলেন, সরকারি নির্দেশনা মতে লকডাউন বাস্তবায়নে পুলিশ সদস্যরা সকাল থেকেই তৎপর রয়েছে। শুধু সরকারি নির্দেশনা ও প্রশাসন সতর্ক হলেই হবে না, এই মহামারী করোনা থেকে বাঁচতে হলে সকলকে স্বাস্থ্যবিধি মানাসহ সর্বাত্মক সহযোগিতা করতে হবে।