বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

News Headline :
মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্যামনগরে গাছের সাথে ধাক্কা খেয়ে সড়কে ভ্যান চালকের মৃত্যু রাজশাহীর মোহনপুরে মদ পানে ৩ জনের মৃত্যু, গ্রেফতার ২ রাজশাহী মহানগর বিএনপি’র সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা যানজট নিরসন দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে আরএমপি’র মতবিনিময় সভা শ্যামনগরে এবার কৃষকরা আমন ধানের আশানুরুপ ফলন পেয়েছে পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ১জন আহত শাজাহানপুরে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মান্দায় বিল উন্মুক্তের দাবিতে জেলেদের সংবাদ সম্মেলন সভাপতির স্বৈরাচারী আচরন স্বজনপ্রীতি ও দুর্নীতিতে পাবনা শহর সমাজ সেবা কার্যালয়ের কার্যক্রম স্থবির

স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি দশম তম বর্ষের থিম অনাদরের রুপকথা

Reading Time: 2 minutes

শম্পা দাস ও সমরেশ রায়,কলকাতা:
রাত পোহালেই, ভোর থেকে বেজে উঠবে মহালয়ার দেবী দুর্গার আরাধনা , আকাশে বাতাসে কাশফুলের আনাগোনা, আর ঢাকের বাদ‍্যি,তেমনি স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতির সদস্যদের ও শিল্পীদের চলছে তোর জোর, এবং প্যান্ডেলে থিমের কাজের ব্যস্ততা তার উপর দেবীকে নিয়ে আসা হয়েছে আজি, সুন্দর একটি প্রতিমা থিমের অনুকরণে তৈরি করা হয়েছে, দেখে মনে হয় আবার সবুজ ফিরে আসছে।,একদিকে শিল্পী অতনু হাজরা ও সৌরভ যেভাবে টিমের পরিকল্পনা করেছেন এবং থিমটিকে দর্শকদের উপহার হিসেবে তুলে ধরছেন, সত্যিই আমরা যদি একটু সোজা হই তাহলে হয়তো এই ভাবে গাছ ধ্বংস হবে না এবং পুরনো বাড়ি রক্ষণাবেক্ষণ করা যাবে। এটাকে তুলেই তাদের পরিকল্পনা এবং থিমের নাম দিয়েছেন ,,অনাদরে রূপকথা,, সবুজ বাঁচাও, দূষণমুক্ত দেশ গড়ি,এই পরিকল্পনার মধ্য দিয়ে দেখানো হয়েছে অজস্র থাম ছাপের ছিপি দিয়ে উদ্ভিদের সৃষ্টি যেখানে একসময় গাছ ছিল এবং আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে অন্যদিকে পুরানো দিনের বাড়ির অনুকরণে একটি বাড়ির পরিকল্পনা। তার মধ্য দিয়ে বুঝাতে চেয়েছেন কলকাতায় প্রচুর পুরনো বাড়ি রয়েছে যেগুলি রক্ষণাবেক্ষণের অভাবে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আবার কোথাও বড় বড় ফ্লাট তুলে এলাকে ঘিঞ্জি করে ফেলা হচ্ছে এবং দূষণ বেড়ে চলেছে। তাই সকল মানুষকে একটাই বার্তা দিতে চলেছেন আপনারা এগিয়ে আসুন গাছকে রক্ষা করুন এলাকাকে দূষণমুক্ত করুন আর নিজেদের অক্সিজেনকে তৈরি করার পথ ,,গাছ লাগিয়ে অক্সিজেনের অভাব পূরণ করুন, আর এর সাথে তারা বার্তা দিলেন, যেখানে সেখানে ময়লা ফেলবেন না জল দূষণ করবেন না জলি আমাদের জীবন ও প্রাণ, আমাদের শিক্ষা ছোট ছোট ছেলেমেয়েদের পথ দেখাবে এবং নির্দিষ্ট পথে এগিয়ে যাবে।, সুন্দর একটি ভাবনার মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উৎসব উদযাপন সমিতি সকল মানুষকে একটি সুন্দর বার্তা দিতে চলেছেন । যেখানে প্রতিমার মত একটি সুন্দর দেশ গড়ে উঠবে, তাই তাদের প্রতিমার ও চতুর্দিকে সবুজ আভা চোখে পরলো,ক্লাবের উদ্যোক্তা অমল হাজরা মহাশয় জানালেন আমরা চেষ্টা করছি মানুষকে সজাগ করার কিন্তু কতটা মানুষ সজাগ হবে সেটাই মূল লক্ষ্য তবুও বলবো সবাই যদি আমরা একত্রিতভাবে সবুজ বাচানোর চেষ্টা করি নানা খাল খন্ড পরিষ্কার রাখার চেষ্টা করি হয়তো আমাদের ভাবনা অনেকটাই কাজে লাগবে। এবং আমরা একদিন ঠিক সবুজ দেশ গড়ে তুলবো সবুজ গাছ গড়ে তুলবো এবং নির্দিষ্ট পথে এগিয়ে যেতে পারবো।, তাই আমদের দশম তম বর্ষের ভাবনা ,,,,অনাদরের রূপকথা তুলে ধরেছি,, , সবাই এই কটা দিন আনন্দ করুন এবং আমাদের প্রতিমা দর্শন করুন, আপনাদের মতামতি আগামী দিনে আরো নতুন কিছু করতে সাহায্য করবে । সবাইকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা রইল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com