শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
ফজলে এলাহী, নওগাঁ:
উত্তরের জেলা নওগাঁয় হিমেল হাওয়া আর কুয়াশায় আবারও বেড়ে গেছে শীতের তীব্রতা। সেইসঙ্গে সকালে কুয়াশার চাদরে ঢাকা থাকছে পুরো এলাকা। এ ছাড়া ঠান্ডা বাতাস শীতের তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ঠান্ডাজনিত রোগ জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। যার ফলে নওগাঁয় প্রতিদিনই সদর হাসপাতালে ভিড় করছেন রোগীরা। আর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ৪ শতাধিক শিশুকে। আর ভর্তি আছেন ৭৫-৮০ জন শিশু যা শয্যার থেকে ৫ গুন বেশি। এমন অবস্থায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকৎসক ও নার্সরা । সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। এছাড়াও নওগাঁ সদর হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসে হাজারের বেশি রোগী।