শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা :
রাত পোহালেই মেতে উঠবে রথযাত্রা উৎসবে ভক্তবৃন্দরা, আগামীকাল থেকে বৃষ্টি হওয়ার ফলে এবং সকাল থেকে মেঘলা করে আকাশ ঢেকে থাকায় ও মাঝে মাঝে বৃষ্টি হওয়ার ফলে, ডেকোরেশনের কর্মীরা কাজ করে উঠতে পারছেন না, প্রায় ১০০ থেকে ১০০ এর বাইরে ডেকোরেশনের কর্মীরা কাজে ব্যস্ত, কথা বলার সময় নাই। যেকোনো ভাবেই আজকে তাদের সম্পন্ন করতে হবে কাজ।, তাই সবাই তোর জোর লাগিয়েছেন কাজে। তার মধ্যেই মাঝে মাঝে ইসকনের কর্তৃপক্ষরা মাঠে ঘুরে ঘুরে কাজের তোদারকি দেখছেন।, আজ থেকেই আসতে শুরু করছে দূর দূরান্ত থেকে ইসকনের ভক্তরা,আগামীকাল সকাল থেকেই শুরু হবে রথযাত্রা উৎসব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রথের শুভ সূচনা করবেন তা তোর জুড়ে চলছে মন্দিরের সামনে। এর সাথে সাথে মন্দিরের সামনে চলবে ভক্তদের নাম গান অমূল্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং মন্দির থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা কে নিয়ে এই মাঠেই হাজির হবেন, বিকেলের মধ্যে, মাঠেই চলবে সাত দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান ও মেলা। ভোগ বিতরণের পালা, তাই আসতে আসতে সমস্ত মেলা প্রাঙ্গণ সাজিয়ে তোলার চেষ্টা করছন, এই মাঠটি।