রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস ও সমরেস রায়, কলকাতা:
৭ জুলাই শুক্রবার, আইনক্স সাউথ সিটি মলে, রাজর্ষি দে পরিচালিত এবং ম্যাকবেথ গল্প থেকে রূপান্তরিত, সুন্দর একটি বাংলা চলচ্চিত্র, মায়া দর্শকদের উপহার দিলেন এবং মন জয় করে নিলেন। এই গল্পটির সম্পূর্ণ দুর্নীতি, পাপ, উচ্চাকাঙ্ক্ষা সব নিয়েই তৈরি হয়েছে এই চলচ্চিত্র সিনেমা এবং প্রতিটি চরিত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন পরিচালক,এটি প্রথম বাংলা সিনেমা জগতে, উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথের অন্যরকম রূপান্তর।
ডি এস আ ষর এন্টারটেইনমেন্ট হাউসের সহযোগিতায় এবং দেবদাস ব্যানার্জি ও রোহিত ব্যানার্জি প্রযোজিত ও রাজর্ষি দে পরিচালিত, এই ছবিতে রাফিয়াত রশিদ মিথিলা সহ বাংলার ১৯ জন শীর্ষ অভিনেতা এবং একজন বাংলাদেশের অভিনেত্রী,যিনি ভারতে মিথিলায় প্রথম চলচ্চিত্রে অংশ নিয়েছেন, যিনি বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সূজিত মুখার্জির স্ত্রী হিসাবে পরিচিত, এই চলচ্চিত্রটি সম্পূর্ণ নারীর ক্ষমতায়নের ও দৃষ্টিভঙ্গি নিয়েই নির্মিত হয়েছে। এই চলচ্চিত্রে যাহারা অভিনয় করেছেন, রাফিয়াদ রশিদ মিথিলা, তনুশ্রী চক্রবর্তী, রনিতা দাস,রাজশ্রী দত্ত, দেবলীনা কুমার, সুদীপ্তা ব্যানার্জি, সায়ন্তনী গুহ ঠাকুরতা, কমলেশ্বর মুখার্জি, রাহুল চক্রবর্তী,গোয়েন্দার চৌধুরী, অরুনোদয় ব্যানার্জী অনিন্দ্য চ্যাটার্জী, ঈশান মজুমদার, রোহিত ব্যানার্জী, অসীম রায় চৌধুরী এবং কান ন্সিং সোধা সহ অন্যান্যরা।
এছাড়াও মায়া চলচ্চিত্রের লেখক ইয়ং ঈপ্সিতা ও রাজশ্রী দে, প্রযোজনা করেছেন দেবদাস ব্যানার্জী ও রোহিত ব্যানার্জী, সুর দিয়েছেন রণজয় ভট্টাচার্য, এবং গানটি গেয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন রুপঙ্কর সোমলতা এবং উজান,এই চলচ্চিত্রের গানটি সারেগামাপা তে আসছে বলে জানান তাহারা।
মিডিয়া সাক্ষাৎকারে পরিচালক রাজশ্রী দিয়ে বলেন এটি আমার কাছে এখনো পর্যন্ত সবচেয়ে বড় চ্যালেঞ্জের ছবি ছিল আজ দর্শকরা ও সিনেমা জগতের মানুষেরা প্রমাণ করে দিয়েছেন ছবিটি দেখে এবং এই রকম একটা ছবিতে পরিচালনার কাজ করতে পেরে দর্শকদের মন জয় করতে পেরে আমি সকলের কাছে কৃতজ্ঞ আগামী দিনে যদি সুযোগ পায় আরো ভালো কিছু করার চেষ্টা করব। সবাই দেখুন ছবিটি, না দেখলে, গল্পটি বোঝা অসম্ভব, মায়া চলচ্চিত্রটি অতি অবশ্যই আপনারা দেখবেন।