বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শম্পা দাস,কলকাতা:
১৫ ই আগস্ট,সারাদেশে যখন স্বাধীনতা দিবস পালিত হচ্ছে, ঠিক সেই সময়ে , বরানগর পৌরসভার পৌরমাতা অপর্ণা মৌলিক এর উপস্থিতিতে, এবং সকল পৌর সদস্যের উপস্থিতিতে, বরানগর পৌরসভায় জাতীয় পতাকা উত্তোলন করলেন, এবং তার সাথে সাথে বরানগর ১৩ নম্বর ওয়ার্ডেও, জাতীয় পতাকা উত্তোলন আগে একটি সুন্দর প্রশেসান প্রতি বছরের ন্যায় করলেন,জাতীয় পতাকা উত্তোলন পর , একে একে বীর যোদ্ধাদের প্রতি মালা দিয়ে সম্মান জানান, এবং বীরদের আত্মবলিদানের কথা তুলে ধরেন,। কীভাবে তারা দেশ রক্ষার জন্যে প্রান দিয়ে ছিলেন,পতাকা উত্তলনে উপস্থিত ছিলেন, সাং সদ সৌগত রায়, বিধায়ক তাপস রায়, পৌরমাতা অপর্ণা মৌলিক, পৌরপিতা দিলীপ না্রায়ন বসু, জয়ন্ত রায়, অঞ্জন পাল, ১৩ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ পাল , সোমা, সুনাথ বিশ্বাস, ডালিয়া মুখার্জী, অনিন্দ্য চ্যাটার্জী, সাগরিকা ব্যানার্জী, কমল আওন, উষা বেরা সহ অন্যানরা, এবং তৃণমূল কংগ্রেসের সকল সদস্যরা সংক্ষিপ্ত বক্তব্যে একটা কথায় বলেন আমরা এখনো পরাধিন তাই সকলকে একসাথে সংগবদ্ব হয়ে এই পরাধিন দেশ কে মুক্ত করতে হবে।