বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৭:২১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নিজস্ব সংবাদদাতা, রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ীতে মুচি বেশে হেরোইন পাচার কালে ৫১০ গ্রাম হেরোইনসহ মিঠুন দাস (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক অভিযানিক দল।
সোমবার (৯ জানুয়ারি) বিকাল ৩টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার গোদাগাড়ী থানাধীন সিএন্ডবি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারি মিঠুন দাস বাঘা থানাধীন চশনারায়নপুর গ্রামের সুনীল দাসের ছেলে। বর্তমানে রাজশাহী মহানগরীর শিরোইল কলোনীতে (৩নং রোড) বসবাস করে।
সোমবার র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, সোমবার (৯ জানুয়ারি) বিকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মুচি বেশে কাঠের বাক্সের ভিতর অভিনব কায়দায় এক মাদক কারবারি মাদক পাচার করে থাকে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের গোয়েন্দা দলের তৎপরতায় অভিনব কায়দায় হেরোইন পাচারকালে মাদক কারবারি মিঠুন দাসকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতার মিঠুন দাস একজন পেশাদার মাদক কারবারি। সে নিজেকে মুচি পরিচয়ে রাজশাহীতে বসবাস করলেও মাদক ব্যবসার জন্য গোদাগাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জ এলাকায় তার বেশ আনাগোনা দেখা যায়।
অভিযানটি পরিচালনা করেন কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে¡¡ মাদক বিরোধী একটি অভিযানিক দল।
এ ব্যপারে গ্রেফতার মাদক কারবারি মিঠুনের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারী) সকালে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র্যাব।