বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস বিজ্ঞপ্তি:
অদ্য ০১/০৫/২০২২ তারিখ সকাল অনুমান ৯:৩০ ঘটিকার সময় ঈশ্বরদী থানাধীন পাকশী হার্ডিঞ্জ ব্রিজ এর নিচে অজ্ঞাতনামা পুরুষ বয়স অনুমান ৩০ বছর ডান পায়ের হাঁটুতে ভাঙ্গা এবং শরীরের বিভিন্ন জায়গায় ছিলা ফোলা অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে এসেছেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি বিভাগে রেখেছেন। এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে আজকে সকালের যেকোনো ট্রেনের ছাদে থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে।
উক্ত ব্যক্তির পরিচয় কেউ জেনে থাকলে জেলা পুলিশ পাবনা আইডি অথবা অফিসার ইনচার্জ ঈশ্বরদী থানাকে জানানোর জন্য অনুরোধ করা হল।