শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
পাবনা প্রতিনিধি :
ফেসবুক গ্রুপ “অল ইন ওয়ান প্লাটফর্ম-একের ভিতরে সব” এর উদ্যোগে পাবনার একটি রেষ্টুরেন্টে আজ ২৪ রমজান শুক্রবার ছিন্নমূল, অসহায় এবং দুঃস্থদের সাথে ফেসবুক গ্রুপ পটির এডমিন প্যানেল একটি ব্যতিক্রম ধর্মী ইফতার মাহফিলের আয়োজন করে। ৫০ জনের অধিক দুঃস্থ এবং অসহায়দের সাথে নিয়ে ইফতার আয়োজন সম্পন্ন করেন তারা। মাহফিলে গ্রুপ পটির চিফ এডমিন নাজনিন খান কেয়া, জামিল আহমেদ এবং আশরাফুর রহমান বাঁধনসহ সংশ্লিষ্টরা শরিক হন। ইফতার মাহফিলের পূর্বে করোনা থেকে মুক্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।