রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন
Reading Time: < 1 minute
ফিরোজ হোসেন, বদলগাছী নওগাঁ :
নওগাঁর বদলগাছী-ভান্ডারপুর সড়কে পিক-আপের সঙ্গে ইট বোঝাই ট্রলির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় মুন্না (১৭) নামে একজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সেনপাড়া (হাজির মোড়) নামক স্থানে। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ইট বোঝাই ট্রলি নিয়ে দেউলিয়া সড়ক হতে সেনপাড়া (হাজির মোড়) বদলগাছী-ভান্ডারপুর সড়কে উঠছিলো, এসময় পথেই ভান্ডারপুরগামী একটি (ঢাকা মেট্রো- ন২৩-১৫৬৯) পিক-আপের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির সহকারী মুন্না (১৭) নিহত হোন। গুরুতর আহত হয়েছেন ট্রলির চালক ও অপর সহকারী। নিহত মুন্না বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালসা গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহত দুজনের নাম পরিচয় জানা যায়নি।
এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী জানান, ইট বোঝাই ট্রলি নিয়ে দেউলিয়া সড়ক হতে বদলগাছী-ভান্ডারপুর সড়কে উঠছিলো ট্রলি। পথেই ভান্ডারপুরগামী একটি পিক-আপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির সহকারী মুন্নার মৃত্যু হয়। আহত ট্রলিচালক ও অপর সহকারীকে ফায়ার সার্ভিস কর্মীসহ স্থানীয়রা উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে৷ তাদের অবস্থা আশঙ্কামুক্ত। এব্যপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।