শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

News Headline :
বদলগাছীতে বিনামূল্যে বই বিতরণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ নিষিদ্ধ সংগঠন ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মামুন অর রশিদ গ্রেফতার! এবার চতুর্থ ধাপে সারদায় প্রশিক্ষণরত ৮ এসআইকে অব্যাহতি রাবির প্রশাসনিক ভবনে তালা ঝুলালো শিক্ষার্থীরা, দাবি না মানা পর্যন্ত তালা ঝুলবে! পাবনায় তারণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বদলগাছীতে পিক-আপ- ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত-১ রাজশাহী মহানগরীতে ৮ জুয়াড়ি আটক রাজশাহী নারী চিকিৎসক আপহরণ বাবাকে ফেলে গেল সিরাজগঞ্জে গাইবান্ধায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার ২শ টাকা জরিমানা র‌্যাবের অভিযানে আটঘরিয়ার তমা হত্যা মামলার প্রধান আসামী আদম আলী গ্রেফতার

আলোচিত সেই টিটিই শফিকুল নির্দোষ : জানালেন তদন্ত কমিটি

Reading Time: < 1 minute

ঈশ্বরদী, পাবনা সংবাদদাতা:
পাবনার ঈশ্বরদীর আলোচিত টিটিই শফিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন। রেলমন্ত্রীর তিন আত্মীয়কে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে জরিমানা করা টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। প্রতিবেদনে টিটিইকে সম্পূর্ণ নির্দোষ বলা হয়েছে।
সোমবার (১৬ মে) বেলা ১১টা ২০ মিনিটে নিজ কার্যালয়ে প্রতিবেদন জমা নেন‌ পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শহিদুল ইসলাম।এর আগে গত ৭ মে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম বাবু কে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী (এ ই এন) শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট (এসি আরএনবি) আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়।দুই কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও পরে আরও তিন দিন সময় বাড়ানো হয়। বৃহস্পতিবার প্রতিবেদন দাখিল করার দিন ধার্য করা থাকলেও ডিআরএম ঢাকায় থাকায় এবং সরকারি ছুটি থাকায় তিন দিন পর আজ এই প্রতিবেদন জমা দেওয়া হলো।
ডিআরএম শহিদুল ইসলাম আরো বলেন, তদন্তে উঠে এসেছে ট্রেনের গার্ড শরিফুল ইসলাম ওই যাত্রীকে দিয়ে টিটিই শফিকুলের বিরুদ্ধে অভিযোগ দিতে উস্কানি দিয়ে ছিলেন। কোনও কারণে ট্রেনের গার্ড শরিফুল টিটিই শফিকুলের ওপর ক্ষুব্ধ ছিলেন। গার্ড শরিফুলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছেন তদন্ত কমিটি।
প্রসঙ্গত, শুক্রবার (০৬ মে) রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকেটে রেল ভ্রমণ করায় তিন যাত্রীকে জরিমানা করায় সাময়িক বরখাস্ত করা হয় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত ৮ মে দুপুরে নিজ ক্ষমতাবলে টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শহিদুল ইসলাম। একইসঙ্গে তিনি বরখাস্তকারী পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করেন। কিন্তু ডিসিও নাসির উদ্দিনকে শোকজ করলেও তার শোকজের জবাব দেন নাই নাসির উদ্দিন।তার জবাব দেয়ার সময় আরও দুদিন রয়েছে বলে পাকশী ডি আর এম মোঃ শহিদুল ইসলাম জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com