শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:০২ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শহিদুল ইসলাম সুইট, সিংড়া :
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন এই করোনা মহামারী মধ্যও ই- ফাইলের মাধম্য প্রশাসনিক কার্যক্রম চালু আছে,করোনা মহামারী থেকে রক্ষা পেতে পেতে ভেক্সিন গ্রহণ করতে হবে এবং স্বাস্থ্য বিধী মেনে চলতে হবে,৯ম জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল হিসাবে ঘষণা দিয়েছিলেন, দূরসময়ে বন্ধু চেনার সঠিক সময়, তিন তিন নাম্বারে ফোন করে বাংলাদেশের ৭ লক্ষ মানুষ খাদ্য সহায়তা দিয়েছেন, শেখ হাসিনা ১ কোটি মানুষকে খাদ্য সহয়াতা দিয়েছে, প্রতিমন্ত্রী শনিবার সকাল ১০ টায় সিংড়া পৌরসভার ১২ টি ওয়ার্ডে কর্মহীন ৪৬২১ জন পরিবারকে ২০ লক্ষ ৯৭ হাজার টাকা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর নগদ সহায়তার অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন। সিংড়া পৌরসভার মেয়র মো: জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম