বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০১ অপরাহ্ন
Reading Time: < 1 minute
স্রষ্টার এই সুন্দর পৃথিবীতে কেনা বেশিদিন বেঁচে থাকতে চায়। কিন্তু রোগ,দারিদ্রতা মানুষকে বেশি দিন বেঁচে থাকার স্বপ্ন পূরণ হতে দেয় না। অপরিণত বয়সে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়।এতে পরিবার-পরিজনের মাঝে নেমে আসে অপুরনীয় ক্ষতি।
তেমনি নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউপি’র উত্তর দুরাকুটি নান্নুর বাজার গ্রামের নিম্নবিত্ত কৃষক পরিবারের মৃত্যু মোজাম্মেল হকের ছেলে রাজু এম এ (৩৫)এর জীবন থেকে পৃথিবীর আলো নিভে যেতে বসেছে।তিনি গত ২০১৬সালে দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত হয়ে তার ২টি কিডনি ড্যামেজ হয়ে পড়ে।পরে সন্তানের জীবন বাঁচাতে মা রেজিয়া বেগম নিজের কিডনি দিয়ে ছেলের জীবন বাঁচাতে এগিয়ে আসেন। চিকিৎসকের পরামর্শক্রমে মা,ছেলে পাড়ি জমান ভারতের সিএলসি ভেলর চেন্নাই হাসপাতালে।সেখানে ১০ মাস ডাঃ ডেভিট বিনয় নেফ্রোলজি বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে মায়ের শরীরের কিডনি ছেলের শরীরে প্রতিস্থাপন করা হয়। বাংলাদেশ এবং ভারতে মা ও ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে সহায় সম্পত্তি বিক্রি করে নিঃস্ব। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি রাজু প্রাইভেট স্কুলে শিক্ষকতা করে জীবন- জীবিকা চলার মাঝে আবারো মায়ের দেয়া কিডনি বয়সের বিভাজনে গত ৬ মাস আগে বিকল হয়ে পড়ে।বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের নেফ্রোলজি বিভাগের ১নং(পুরুষ) ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।সেখানকার চিকিৎসক নতুন করে কিডনি প্রতিস্থাপন ও ঔষধ খরচ বাবদ ১৫থেকে ২০লাখ টাকার
প্রয়োজন।কিন্তু পিতৃহারা সহায়-সম্বলহীন রাজু শিক্ষকের পরিবারের পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব হচ্ছেনা। তাই ঠিকমত ঔষধ ও কিডনি প্রতিস্থাপনের চিকিৎসা নিতে না পারায় দিন দিন তার অবস্থা অবনতির দিকে যাচ্ছে। তাই মানবিক কারণে চিকিৎসা ব্যয়ে আর্থিক সহায়তা চেয়ে সমাজের সকল হৃদয়বান, বিত্তশালী, দানশীল ও সেবাধর্মী প্রতিষ্ঠানের নিকট সাহায্যের আবেদন করেন স্বজনেরা।
সাহায্য পাঠানোর ঠিকানা রুপালী ব্যাংক নীলফামারী জেলার কিশোরগঞ্জ শাখার সঞ্চয়ী অ্যাকাউন্ট নম্বর-৪২৯১০১০০১৮২৮৩,নগদ একাউন্ট/প্রয়োজনে-
০১৭২৩৩১৬০৮৪.