শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন

News Headline :
বদলগাছীতে বিনামূল্যে বই বিতরণে প্রধান শিক্ষকের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ নিষিদ্ধ সংগঠন ইবি ছাত্রলীগের সহ-সভাপতি মামুন অর রশিদ গ্রেফতার! এবার চতুর্থ ধাপে সারদায় প্রশিক্ষণরত ৮ এসআইকে অব্যাহতি রাবির প্রশাসনিক ভবনে তালা ঝুলালো শিক্ষার্থীরা, দাবি না মানা পর্যন্ত তালা ঝুলবে! পাবনায় তারণ্যের উৎসব উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা বদলগাছীতে পিক-আপ- ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত-১ রাজশাহী মহানগরীতে ৮ জুয়াড়ি আটক রাজশাহী নারী চিকিৎসক আপহরণ বাবাকে ফেলে গেল সিরাজগঞ্জে গাইবান্ধায় বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার ২শ টাকা জরিমানা র‌্যাবের অভিযানে আটঘরিয়ার তমা হত্যা মামলার প্রধান আসামী আদম আলী গ্রেফতার

কুড়িগ্রামে টিসিবির পণ্য যাচ্ছে স্বচ্ছলদের ঘর

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম :
টিসিবির মাল দিবাইছে হামরা দেখপার আসছি। মেম্বার আইডি কার্ড নিছে, মোবাইল নাম্বারও নিছে কিন্তু কার্ড দেয় নাই। হামরা নাকি টিসিবির মাল কিনবার পাবার নই। এভাবেই কথাগুলো বলছিলেন,কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ৮নং ওর্যাডের মিল পাড়া এলাকার ভুমিহীন মোঃ নামদেল আলীর স্ত্রী মিনু বেগম (৩৫)।
তিনি বলেন, গরিব মানুষ হইলে যা হয়। মাল না দেয় নাই মাথার উপর আল্লাহ আছে তাঁই দেখবে। হামার নাহান মেলা মানুষ টিসিবির মাল পায় নাই। তাদের চললে হামারও চলবে।
পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রোববার (২৭ মার্চ) সকাল ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলার পাচঁগাছী ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে পণ্য নিতে এসে ক্ষোভ প্রকাশ করেছে অনেকে।
সরেজমিনে দেখা যায়, পাঁচগাছী ইউনিয়ন পরিষদ মাঠে টিসিবির পণ্যবাহী ট্রাক ঘিরে টিসিবি কার্ড ধারী উৎসুক জনতাভিড়। এদের মধ্যে দুঃস্থ পরিবারের মুখ চোখে পরলেও স্বচ্ছল ব্যক্তিদের কোনঠাসায় পরে আছে অস্বচ্ছলদের অবস্থান। অনেক দুঃস্থ পরিবারের সদস্য কার্ড না পেয়ে জ্বল জ্বল চোখে দাড়িয়ে আছে ট্রাকের দিকে। টিসিবির পণ্য না পাওয়ায় অনেকে আক্ষেপ প্রকাশ করছেন।
এবিষয় জানতে চাইলে সদরের পাঁচগাছী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুল বাতেন সরকার বলেন, আমরা টিসিবির পণ্য দুঃস্থ পরিবারকেই দিচ্ছি। স্বচ্ছল পরিবার পাওয়ার কোন সুযোগ নাই।
এবিষয়ে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল হাসান জানান, টিসিবির পণ্য দুঃস্থ ও অস্বচ্ছল পরিবারেই পাচ্ছে। যদি কোন দুঃস্থ পরিবার না পেয়ে থাকে আমাদের অভিযোগ দিলে আমরা প্রয়োজনীও ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com