বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শহিদুল ইসলাম,খুলনা:
খুলনায় মাদক বিরোধী অভিযানে ৮০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ২৬০ গ্রাম গাঁজা, মাদক বিক্রিত নগদ ৭ হাজার ৩৯০ টাকাসহ ১১ জন মাদক বিক্রেতাকে এবং মাদক সেবনের অপরাধে ১ জন মিলে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (১৩ জুলাই) এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৪টি মামলা হয়েছে।
গ্রেফতারকৃতরা হল, বাগেরহাট সদরের মান্দ্রা এলাকার ওয়াদুদুল ইসলামের ছেলে খুলনার খালিশপুর আলমনগরের মোঃ রেজাউল করিম রিজু (২৮), মাদারীপুর সদরের চরমুগুরিয়ার মোঃ ইদ্রিস হাওলাদারের ছেলে খুলনার গোবরচাকার মোঃ শাওন হাওলাদার (৩০), নগরীর ক্রিসেন্ট গেটের মৃত আহম্মেদ হোসেনের ছেলে রিফান হোসেন, খালিশপুরের উত্তর কাশিপুর পদ্মগেটের মৃত সোরাব হাওলাদারের ছেলে সোহাত হাওলাদার(২৮), বড় বয়রা মধ্যপাড়া আবুল কাশেমের ছেলে আলাউদ্দিন (৪২), বরিশালের গৌরনদীর চান্দুগ্রামের মৃত শের আলীর ছেলে নগরীর খালিশপুর গোয়ালখালী লেবু তলা মোড়ের মোঃ সেলিম (৪৯), দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার মৃত দবির সরদারের ছেলে মোঃ হায়দার সরদার (৪০), গোপালগঞ্জ সদরের কাজলিয়া গ্রামের মৃত সেকেন্দার হাওলাদারের ছেলে মোঃ নান্নু হাওলাদার (৪০), দৌলতপুর রেলিগেট রেল কলোনীর মৃত মতি হাওলাদারের মেয়ে মুক্তা বেগম (২৮), বাগেরহাটের মোড়েলগঞ্জের বিশারীঘাঠের হাসমত আলীর ছেলে মোঃ রাজ্জাক তালুকদার (৪১) এবং সাতক্ষীরার তালার ভারসা গ্রামের মহিউদ্দিন আহম্মেদের ছেলে ওহিদুজ্জামান মিঠু (৪০)।
এছাড়া নগরীর দৌলতপুরের মহসিন স্কুল মোড়ের বনানীপাড়ার মোঃ গাজী রহমানের ছেলে মোঃ আজিজুল ইসলাম (৩২)কে মাদক সেবনের অপরাধে গ্রেফতার করে পুলিশ।