শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
পারভেজ মামুন চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৯ মে ২০২২ সন্ধ্যা ৬ টা সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে ভাই ভাই ফার্মেসী সংলগ্ন জনৈক কাজল এর নির্মাণাধীন বিল্ডিং এর নীচে ফাঁকা জায়গায়
কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে সরকারী ঔষুধ মজুদ করে বিক্রি করার অপরাধে মোঃ ইসহাক আলী (১৯) নামে একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাটের মোঃ একরামুল হক এর ছেলে। গ্রেফতারের সময় মোঃ ইসহাক আলীর কাছ থেকে সরকারী বিভিন্ন রোগের সর্বমোট ৫২৯৭ পিচ ট্যাবলেট এবং ১১ পিচ ইঞ্জেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি একটি সিন্ডিকেট চক্রের মাধ্যমে সরকারী বিপুল পরিমাণ ঔষুধ মুজদ রেখে অশিক্ষিত দরিদ্র লোকদের কাছে চড়া মূল্যে বিক্রি করত করে আসছিলো বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যার ৫ জানান। উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা করা করেছ।