বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
শরিফ মিয়া, জামালপুর:
মুজিববর্ষ উপলক্ষে নির্মিত জামালপুর সদর ও ইসলামপুর উপজেলায় প্রাথমিকভাবে দুটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা গেছে, সারা দেশের নির্মানাধীন ৫শ ৬০টি মডেল মসজিদের মধ্যে বিভিন্ন জেলা ও উপজেলায় নির্মিত ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ হলে আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর (মুজিববর্ষ) উপলক্ষে এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে প্রশাসনের কর্মকর্তা ,জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।