সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
নুরুজ্জামান লিটন, নওগাঁ :
নওগাঁ জেলার রাণীনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর,শনিবার রাতে উপজেলার ঘোষগ্রাম এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এঘটনায় মাদক মামলা রুজু করে আজ ২৬ সেপ্টেম্বর,রবিবার সকালে আদালতের আসামিদের নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন আকন্দ জানান, রাণীনগর উপজেলার ঘোষগ্রাম এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় আউয়াল হোসেন (২৬) ও আব্দুল মতিন (৩৪) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আউয়াল আত্রাই উপজেলার ভবানীপুর এলাকার বাবর আলীর ছেলে এবং আব্দুল মতিন রাণীনগর উপজেলার ঘোষগ্রামের আকমল হোসেনের ছেলে। এ ঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ ২৬ সেপ্টেম্বর,রবিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।