শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৫৪ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
নাটোর, সিংড়া প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের ডুবাব্রিজ এলাকায় ডাহিয়া ইউনিয়নের শেষ সিমানা ও ইটালী ইউনিয়নের সাতপুখুরিয়া গ্রামের মাঝামাঝি স্থানে স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চলছে পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরীর কারখানা।
এলাকাবাসী জানায় কারখানায় রাতে যখন আগুন জ্বালিয়ে ব্যাটারী গলিয়ে সিসা তৈরী করে তখন দুষিত ধোঁয়ায় আশেপাশের গ্রামের লোকজনের বাড়িতে থাকা কষ্টসাধ্য হয়ে পড়ে চোখমুখ জ্বালা করে।
এটি চলনবিল এলাকায় হওয়ায় এসিডের গন্ধে বিভিন্ন এলাকা হতে আগত পর্যটক ও এলাকাবাসীর রাস্তা দিয়ে চলাচল কষ্টসার্ধ হয়ে পড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এই কারখানার একজন শ্রমিক জানান তারা প্রতিদিন রাত ০৯:০০ ঘটিকা হইতে ভোর ০৫:০০ ঘটিকা পর্যন্ত পুরাতন ব্যাটারী আগুনে জ্বালিয়ে সিসা তৈরী করেন। এ এলাকার লোকজন বিলের পানিতে হাঁস পালন করে কিন্তু কারখানার এসিড পানি বিলে প্রবেশ করায় নাম প্রকাশে অনিচ্ছুক ১ ব্যক্তি জানান, অনেক খামারীর হাঁস মারা গেছে।গবাদিপশু মৃত্যুর ভয়ে এলাকাবাসী বিলের ঘাস কেটে গরু ছাগলকেও খাওয়াতে পারছেনা।নাম প্রকাশে অনিচ্ছুক সাতপুখুরিয়া গ্রামের এক ব্যক্তি বলেন একই উপজেলার চৌগ্রাম ইউনিয়নের বেলঘরিয়া মৌজায় একটি সিসা তৈরীর কারখানার পাশের জমির ঘাস খেয়ে দুইটি গরু মারা যাওয়ার এলাকাবাসী আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করে। কারখানাটি বন্ধ করে দিয়েছে। কিন্তু এই ইটালী ইউনিয়নের ডুবাব্রিজ এলাকার ব্যাটারী জ্বালিয়ে সিসা তৈরীর কারখানাটি গাইবান্ধা জেলার আব্দুল ওহাব নামের এক লোকের হলেও, স্থানীয় কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চালায় প্রাণের ভয়সহ বিভিন্ন হুমকি ধামকির ভয়ে কেউ প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা, এই দুষিত ধোঁয়ার ফলে আশেপাশের গ্রামের শিশু ও বৃদ্ধরা হচ্ছেন বিভিন্ন রোগে আক্রান্ত।
তাই অত্র এলাকার সচেতন মহল এই ব্যাটারী জ্বালিয়ে সিসা তৈরীর কারখানাটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুড়িয়ে দেওয়ার জন্য, নাটোর জেলা প্রশাসক মহোদয়, নাটোর জেলা পুলিশ সুপার মহোদয়, সিংড়া উপজেলা প্রশাসন ও সিংড়া থানা পুলিশের সুদৃষ্টি কামনা করছেন। এব্যাপারে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম,এম,সামিরুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।