শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
এম আর রাসেল, ঈশ্বরদী পাবনা:
পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুরের মৃত আকবর আলীর মেয়েকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষীতার মা থানায় একটি লিখিত অভিযোগ করে। তিনি জানান আমার মেয়ে স্কুলে যাওয়ার পথে উত্যক্ত করে আসছে বখাটে সাদমান ইসলাম (২০)। সে ঈশ্বরদী উপজেলার বাঁশেরবাদা ভারইমারি সরদার পাড়া মোঃ রফিকুল ইসলাম এর ছেলে।
গত ২৬/০৪/২০২২ ইং তারিখ সময় আনুমানিক দুপুর ১২ঃ০০ আমার মেয়ে আমার বাড়িতে ঘরের মেধ্যে শুয়ে ছিল। এ সময় ধর্ষক সাদমান ইসলাম আমার মেয়ের ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে।
এতে মেয়ের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে ধর্ষককে আটক করে। উপস্থিত লোকজন আটক করে তাকে ঈশ্বরদী থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে সাদমান ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে থানায় যোগাযোগ করা হলে জানা যায় আসামীর নামে মামলা দায়ের করা হয়েছে।
এবং ধর্ষনের বিষয় টা নিশ্চিত করতে ডি এন এ টেস্ট এর মাধ্যমে সত্যতা যাচাই করা হবে। আসামী ধর্ষক সাদমান ইসলাম ১৬৪ ধারায় জবানবন্দিতে আদালতে ধর্ষনের কথা স্বীকার করেন