বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
Reading Time: < 1 minute
জিল্লুর রহমান জীবন, পাবনাঁ:
পাবনা ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের পদ্মা নদীতে রায়হান আলী নামের এক যুবক নিখোঁজ হয়েছে।
সে আরামবাড়ীয়ার সেখের চর এলাকার সবজি বিক্রেতা নুর মোহাম্মদ প্রামাণিকের ছেলে।
প্রত্যক্ষ দর্শিরা জানায় বেলা ১১টার দিকে চরে ঘাস কাটতে যাওয়ার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় রায়হান আলী ।
এবং সেখের চর এলাকার নদী পার হয়ে ওপারের চরে ঘাস কেটে ফিরে আসার সময় বদীর মাঝামাঝি স্থানে আসার মাত্র প্রবোল স্রোতে ডোঙানৌকা উল্টে নিখোঁজ হয় সে।
এলাকাবাসী ও স্থানীয়রা নদীতে বিভিন্ন ভাবে খোঁজা খুঁজি করছে।
এখন পর্যন্ত নিখোঁজ রায়হান আলীকে খুঁজে না পেয়ে নদী পাড়ে স্বজনদের আহাজারি!
এদিকে ঈশ্বরদী দমকল বাহিনীর সদস্যরা উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে।