শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৪৭ অপরাহ্ন
Reading Time: < 1 minute
মজিবুল হক লাজুক :
পাবনা জেলার ০৯ টি পৌরসভার মধ্যে ভাঙ্গুড়া পৌরসভার মেয়র পৌরবাসির সেবায় দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পাবনা জেলার পৌরমেয়রদের মধ্যে সর্বকনিষ্ঠ ভাঙ্গুড়া পৌরসভা মেয়র গোলাম হাসনাইন রাসেল। বর্তমানে তার ০৯ টি ওয়ার্ডের মানুষের সাথে সুন্দর সুসম্পর্ক গড়ে উঠেছে । এতো হৃদরোতা গড়ে ওঠার কারণে তিনি তার নিজ তহবিল থেকে সেবার জন্য প্রায় ৬৭০ টি সড়ক বাতি ইতিমধ্যে স্থাপন করেছে। এ ছাড়াও পৌর এলাকায় অর্বজনা পরিস্কার করার জন্য তিনি অভিনব পদ্ধতিতে সকল ওয়ার্ডে উন্নত মানের ডাস্টবিন স্থাপন করেছে। এতে দ্রুততার সাথে ময়লা পরিস্কার হয়ে ভাঙ্গুড়া পৌরসভাটি এখন মডেল পৌরসভায় পরিনিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ গ্রাম কে শহরে পরিনিত করার লক্ষে ভাঙ্গুড়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরমেয়র গোলাম হাসনাইন রাসেল সুশৃঙ্খলভাবে পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, রাস্তাঘাটের আশপাশে ময়লা পরিস্কার, রাত্রে পৌর এলাকার রাস্তাগুলোতে অন্ধকার দূরীকরনের লক্ষে ৬৭০ টি সড়ক বাতি স্থাপন করার ফলে ভাঙ্গুড়া পৌরবাসির মুখে হাসি ফুটেছে।
এদিকে ভাঙ্গুড়া মেয়র রাসেলের সাথে কথা হলে, এলাকার লোকজন, নেতাকর্র্মী, কাউন্সিলররা আমাকে সহযোগীতা না করলে আমি এ সকল কর্মকান্ডগুলো সুন্দর সুশৃঙ্খলভাবে করতে পারতামনা। পৌর এলাকার কালিবাড়ি মোড়, থানা মোড়, উপজেলা মোড়, বেলি ব্রীজ মোড় এবং ভাঙ্গুড়া গোলচত্বর সহ আরো অনেক স্থানে পৌরবাসিরদের সুযোগ সুবিধার লক্ষে মেয়রের কাজ অব্যাহত থাকবে। পৌর সড়কবাতি, মোড়ে মোড়ে ডাস্টবিন বক্স স্থাপন, মসক নিধন ও পানি নিষ্কাশনের জন্য তিনি অভিনব পদ্ধতিতে পৌরসভার সকল উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি স্থানীয় এলাকার প্রধানদের এবং আওয়ামীলীগের নেতাকর্মী সহ সকল পর্যায়ের নেতাকর্মীদের সহযোগীতা অব্যাহত থাকবে এই আশা কামনা করেন।