মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৭:০০ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস বিজ্ঞপ্তি :
পাবনা সুজানগর থানার ধারাবাহিক অভিযানে গণধর্ষণ মামলা রুজুর দের ঘন্টার মধ্যে দুই ধর্ষক গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) জনাব মোঃ মাসুদুর রহমান এর তথ্য প্রযুক্তির সহায়তায় ইং ০৫/০৪/২০২২ তারিখ রাত্রী ০১,০০ ঘটিকা হইতে রাত্রী ২.৩০ ঘটিকার মধ্যে সুজানগর থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে সুজানগর থানা পুলিশ একটি চৌকস গনধর্ষনের সাথে জড়িত দুইজন ধর্ষকে গ্রেফতার করে।
ঘটনার বিরবণ এই যে, গত ইং-২৮/০৩/২০২২ তারিখ রাতে বাদী তার স্বামীর কিডনি ড্যায়োলাইসিস জন্য ঢাকায় অবস্থান করার জন্য তার মেয়ে ভিকটিম (ক) রাতের খাওয়া দাওয়া শেষে তাদের শয়ন কক্ষে তারই চাচাতো ছোট বোনকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে পরে, এবং গভীর রাতে ভিকটিম প্রকৃতির ডাকে সাঁড়া দেওয়ার জন্য বসত বাড়ীর পাশে টয়লেটে যাওয়ার সময় বাড়িতে কোন অভিভাবক না থাকার কারনে আসামীদ্বয় পিছন থেকে ভিকটিম এর মুখ গামছা দিয়ে চেপে ধরে মহনপুর গ্রামস্থ্য জনৈক কাঞ্চন পোদ্দার, পিতা-বিষু পোদ্দার এর জমিতে জঙ্গলের মধ্যে নিয়ে ভিকটিমকে ভয় দেখিয়ে আসামীদ্বয় পালাক্রমে জোর পূর্বক ধর্ষণ করে।
ধর্ষকদ্বয় হলোঃ
১। মোঃ জিয়া সরদার (৩৮), পিতা-মৃত ইসমাইল সরদার, সাং-নওয়াগ্রাম,
২। মোঃ ওয়াজেদ আলী শেখ (২৭), পিতা-মৃত আমদ আলী শেখ @ গুরা শেখ, সাং- মহনপুর, উভয় থানা-সুজানগর জেলা পাবনা।
আসামিদ্বকে প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপদ্দ করা হইয়াছে।