শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া থেকে:
বগুড়া জেলার ধুনটে, তিনমাস আগ থেকেই সবজি চারা বিক্রয় শুরু হলেও, বৈরী আবহাওয়ার কারণে এবার চারা বিক্রয়ে লোকসান গুনতে হবে বলে নার্সারির এক মালিক জানান। ধুনটের বাকসাপাড়া আদর্শ নার্সারির মালিক এ-র সাথে কথা বলে জানা যায়, এবার অনাবৃষ্টি, পরে অতিবৃষ্টির কারনে, সুষম সার প্রয়োগের পরেও বীজের তেমন ফলন না হয়ে, হয়েছে বীজ নষ্ট। সময় মত চাষবাস করা যায়নি। ফলে কয়েকবার জমিতে বীজবপন করতে হয়েছে। নার্সারির মালিক মোঃ আনোয়ার জানান প্রতিবছরের ন্যায় এবারেও ফুলকপি, বাদা কপি, টমেটো, মরিচ, বেগুনের চারার আবাদ করেছেন, নানাবিধ সমস্যার কারনে চারা বিক্রয়ে বেশ শঙ্কিত। তিনি বলেন বারবার বীজবপনে খরচ বেড়েছে, কিন্তু গতবারের মত দামে চারা বিক্রি করতে হচ্ছে। গতবারের মত এবার, বেগুনের চারা ৮০-১০০ টাকা শত। মরিচ ৬০-১০০ টাকা শত। টমেটো ৮০-১০০ টাকা শত। বাদা কপি ৫০-৬০ টাকা, ফুলকপি ৬০-৮০ টাকা শত হিসাবে বিক্রি করছেন। এতে তিনি ভাবছেন এবার লোকসান গুনতে হবে।