শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
রুমানা আক্তার মেহেরপুর :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের মহিষাখোলা গ্রামে গরুর শিং-এর আঘাতে মুসলিমা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এক সন্তানের জননী নিহত মুসলিমা খাতুন মহিষাখোলা গ্রামের বজলুর রহমানের স্ত্রী।আজ (১৫ মে) শনিবার বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে মুসলিমা খাতুন পানি দিয়ে গরুর শরীর পরিস্কার করার সময় শিংয়ের আঘাতে গুরত্বর আহত হন।আহত মুসলিমাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।স্থানীয়রা জানান, মুসলিমা খাতুন তার গরুর শরীর পরিস্কার করছিলেন। এক পর্যায়ে গরুটি আকস্মিক ভাবে শিং দিয়ে আঘাত করে। এসময় সে গুরুতরভাবে আহত হয়। পরে মুসলিমা খাতুনকে প্রতিবেশীরা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।