শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীর একতা পরিবহনে তল্লাশী চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও চার রাউন্ড গুলিসহ বসির আহম্মেদ (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। গত শুক্রবার দিবাগত রাত পৌনে ১১টায় নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে চাপাইনবাবগঞ্জ হতে রাজশাহী গামি একতা পরিবহন বাসে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বশির আহম্মেদ শিবগঞ্জ থানাধিন বগলাউড়ি ডাক্তার পাড়া গ্রামের পাতু মন্ডলের ছেলে।
গতকাল শনিবার এ তথ্য নিশ্চত করেছেন মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েল। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ হতে একতা পরিবহনে এক যাত্রী রাজশাহী হয়ে ঢাকায় একটি অস্ত্রের চালান নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা মোড়ে আবস্থান করে রাজশাহী মহানগর গোয়েন্দা উপ-পুলিশ কমিশার মোঃ আরেফিন জুয়েল এর সর্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মেঃ আব্দুল্লাহ আল মাসুদ এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আশিক ইকবাল, এসআই আব্দুর রহিম ও গোয়েন্দা শাখার ৪নং টিম বাসটিতে অভিযান চালিয়ে তাকে জাপানের তৈরি দু’টি বিদেশি পিস্তল, ম্যাগাজিন দুইটি ও চার রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। এ ব্যাপারে গতকাল শনিবার সকালে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।