বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
Reading Time: 2 minutes
শেখ ইমন,ঝিনাইদহ:
কুষ্টিয়ার ইবি মেডিকেল সেন্টার থেকে সরাসরি চলে আসেন ঝিনাইদহের শৈলকুপা। শৈলকুপার খন্দকার প্রাইভেট হাসপাতাল যেন তার সেকেন্ড হোম। এখানে এসেই লেগে যান একের পর এক সিজার অপারেশনে। দেড়যুগের বেশী সময় ধরে সিজার সহ জটিল রোগের অপারেশন করে চলেছেন। কিন্তু একের পর এক ভুল অপারেশনের ঘটনায় প্রশ্ন উঠেছে তিনি কি সত্যিই সার্জিক্যাল ডাক্তার । পারভজ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ চিকিৎসক হিসাবে কর্মরত আছেন। তাহলে কিভাবে তিনি সার্জিক্যাল অপারেশন চালিয়ে আসছেন। শুধু তাই নয় তিনি নিজেকে কখনো এ্যানেস্থেসিয়া ( অজ্ঞান এর ডাক্তার) কখনো সার্জিক্যাল ডাক্তার পরিচয় দিয়ে সব ধরণের চিকিৎসা চালিয়ে থাকেন বলে জানা যায়। অভিযোগ উঠেছে, তার মাধ্যমে অপচিকিৎসার শিকার হচ্ছেন রোগীরা।বিশেষ করে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডাক্তার পারভেজ হাসানের মাধ্যমে সিজার সহ নানা জটিল রোগের চিকিৎসা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি নিজেকে কখনো এ্যানেস্থেসিয়া( অজ্ঞান এর ডাক্তার) কখনো সার্জিক্যাল ডাক্তার পরিচয় দিয়ে সব ধরণের চিকিৎসার নামে অপচিকিৎসা চালিয়ে আসছেন। তার হাতে বেশ কিছু রোগী এর আগে মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিভিন্ন সময়ে ডাক্তার পারভেজের বিরুদ্ধে পত্র-পত্রিকায় রিপোর্ট সহ রোগীরা অভিযোগ করলেও শৈলকুপা স্বাস্থ্য বিভাগ, সিভিল সার্জন অফিস বা ইসলামী বিশ্ববিদ্যালয় মেডিকেল র্কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেয়নি বা তদন্ত করেনি। তিনি নিয়মিত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় মেডিকেল থেকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলাতে এসে ক্লিনিকগুলোতে সেবার নামে জমজমাট ব্যবসা চালিয়ে আসছেন। সরকারী স্বাস্থ্যবিধি ভেঙ্গে অফিস ফাঁকি দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে এসে জমজমাট ক্লিনিক ব্যবসা চালিয়ে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডাক্তার পারভেজ হাসান। তিনি শৈলকুপার খন্দকার ডায়াগনস্টিক ও প্রাইভেট হাসপাতালে দীর্ঘ দেড় যুগের বেশী সময় রোগী দেখেন অপারেশন করে থাকেন। বিধি অনুযায়ী অপারেশন থিয়েটারে একজন সার্জিক্যাল ডাক্তার, একজন এ্যানেস্থেসিওলোজিস্ট ও রেজিস্ট্রার্ড নার্স বা সেবিকা থাকা আবশ্যক থাকলেও তিনি একাই সব চালিয়ে যান। ফলে কথা উঠেছে একই অঙ্গে এই ডাক্তারের কত রুপ । ডাক্তার পারভেজ সুবিধামতো সময়ে কাগজপত্রে যেখানে যা প্রয়োজন তা কিছু অসাধু ডাক্তারদের ম্যানেজ করে করিয়ে নিয়ে সেসবের বৈধতা রাখার চেষ্টা করেন । ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদ আল মামুনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন ডাক্তার পারভেজ হাসান সার্জিক্যাল ডাক্তার নন । তবে বিভিন্ন ক্লিনিকে অপারেশন করে আসছেন, অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন ।