শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
তহিদুল ইসলাম রাসেল, চট্টগ্রাম :
কুমিরা থেকে ছেড়ে আসা একটি স্পিডবোট সন্দ্বীপ উপকূলে ডুবে গেছে। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্পিডবোটে ২০ জন যাত্রী ছিল। এদের মধ্যে ১৮ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
বোট ডুবির ঘটনায় এক কিশোরীকে (১৫) সন্দ্বীপের স্বর্ণদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া মৃত কিশোরীর দুই জমজ বোন ও এক শিশু এখনও নিখোঁজ রয়েছে।
ফল্র স্পীড বোট দুর্ঘটনায় এখন পর্যন্ত নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে তিন জন এবং নিহত এক জন।
বুধবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে স্পিডবোটটি উল্টে যায় বলে জানিয়েছেন গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো. আনোয়ার।
বিষয়টি নিশ্চিত করে ঘাটের ইজারাদার আনোয়ার হোসেন বলেন, চট্টগ্রামের কুমিরা ঘাট থেকে সন্দ্বীপ পথে আসার গুপ্তছাড়া ঘাটের দক্ষিণে একটি স্পিডবোট ডুবে গেছে। স্পিডবোটে ২০ জন যাত্রী ছিল বলে বিষয়টি নিশ্চিত করেন ইজারাদার মো.আনোয়ার । এদের মধ্যে ১৮ জনকে জীবিত ও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বাকি একজন নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চলছে।
সময় যত যাচ্ছে তাদের জীবত উদ্ধারের আশা তত কমছে।
পুলিশ জানায়, স্পিডবোট দুর্ঘটনায় নুসরাত জাহান নামে এক কিশোরী মারা গেছে।