শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৫ অপরাহ্ন
Reading Time: < 1 minute
শেখ মোঃ ইব্রাহীম, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বরে ফরহাদ মিয়া (৩২) নামে সৌদি প্রবাসী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফরহাদ মিয়া পানিশ্বরের শাখাইতির মোল্লাহাটির হারিজ মিয়ার ছেলে। মঙ্গলবার রাতে পানিশ্বর বাজারের এশটি পরিত্যাক্ত ভবনের দ্বিতীয় তলা ভবন থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। সে দুই সন্তানের জনক। ফরহাদ সৌদি আরব প্রবাসী। গত ৫ মাস আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন। ৬ দিন পর সৌদি আরবে যাওয়ার কথা ছিল। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে পানিশ্বর মাছ বাজার এলাকার একটি পরিত্যাক্ত ভবনের দ্বিতীয় তলায় মেঝেতে ফরহাদের ঝুলন্ত মরদেহ দেখতে পায় মামাতো ভাই হেলাল। বিষয়টি পরিবারকে জানান হেলাল। পরে পুলিশকে খবর দিলে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।