শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
আরমান হোসেন ডলার বগুড়াঃ
বগুড়ায় প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে বগুড়া শহর স্বেচ্ছাসেবকদল কমিটির সদস্য সচিব হোসেন আলীকে এলোপাথারি ছুরিকাঘাত আহত করে দুর্বত্তরা পালিয়ে যায়।খবর পেয়ে তার সার্বিক খোঁজ-খবর নিতে যান জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সভাপতি মোস্তফা আবু সালেক এবং সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা চিকিৎসা প্রযুক্তিবিদ, মোঃ আরমান হোসেন ডলার।
সেই সময় তারা তার চিকিৎসা সার্বিক খোঁজ-খবর নাই এবং তার পরিবার পরিজনদের কে সমবেদনা জানাই সেইসঙ্গে প্রশাসনের কাছে এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারপুর্বক শাস্তির দাবী জানান।
বর্তমানে হোসেন আলী গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পুরুষ সার্জারি বিভাগে চিকিৎসাধীন।।