শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
ডেইলি সারাবাংলা ডেক্স :
কোবরা সাপ কেটে স্যুপ বানাতে গিয়ে কাটা মাথার কামড়ে মৃত্যু হল রাঁধুনির। এর ফলে ঘটনাটি আদালত পর্যন্ত গড়িয়েছে।
চিনা নাগরিকদের নিয়ে সবার মনে একটাই ধারণা রয়েছে যে, তাঁরা সবকিছুই খেতে পারে। বুহানের পশু মার্কেট এই কারণেই গোটা বিশ্বে খ্যাত। বুহান মার্কেটে হেন কোনও প্রাণী নেই যার মাংস বিক্রি হয় না। আর সেই মার্কেটের ছবি বারবার ভাইরাল হয়ে থাকে।
চিনের রেস্তোরার মেন্যুতে সাপের স্যুপ (Snake Soup) এর ব্যাপক চাহিদা রয়েছে। আর সেই সাপের সুপ বানাতে গিয়ে রাঁধুনির মৃত্যু হয়েছে। সম্প্রতি এরকমই এক মামলা সামনে এসেছে চিনের গুয়াংডং প্রান্ত থেকে।
সেখানে এক রেস্তরাঁর রাঁধুনি বিষধর কোবরা সাপের মাথা কেটে আলাদা করে রেখেছিল। এরপর চিনা রাঁধুনি সাপের দেহটিকে স্যুপ বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। রাঁধুনি যখন সাপের কাটা মাথা রেষ্টুরেন্টের ময়লার স্তুপে ফেলার জন্য যাচ্ছিল, তখনই সেই কাটা মাথা রাঁধুনিকে কামড় দেয়।
দক্ষিণ চিনের গুয়াংডং প্রান্তের এই ঘটনায় চিনা রাঁধুনি পেং ফানের (Peng Fan) মৃত্যু হয়েছে। রেস্তরাঁয় আসা গ্রাহকদের চাহিদা মতো স্যুপ বানাতে গিয়ে নিজের প্রাণই হারালেন সেই রাঁধুনি। এরফলে রাঁধুনির তাৎক্ষনিক মৃত্যু হয়। জানা গেছে যে, সাপটিকে মারার ২০ মিনিট পর তিনি সেটিকে ময়লার স্তুপে ফেলতে গিয়েছিলেন।
প্রাণীবিদগণ জানান. সাপকে মেরে ফেললেও তাঁর মধ্যে কিছুটা প্রাণ থেকে যায়। সেই কিছুটা প্রাণ বের হতে একটু বেশি সময় নেয়। আর সেই সময়ের মধ্যেই সাপের কাটা মাথা ফেলতে গিয়ে কাটা মাথার কামড়ে রাধুনী নিজের প্রাণ হারান।