বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন
Reading Time: 2 minutes
শম্পা দাস,সমরেশ রায়,কলকাতা:
৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং তথ্য সংস্কৃতি বিভাগের পরিচালনায় ১৫ই আগস্ট থেকে একুশে আগস্ট পর্যন্ত এই প্রদর্শনী দেখার সুযোগ থাকছে দর্শকদের, বিভিন্ন জেলে কিভাবে স্বাধীনতা সংগ্রামীরা বন্দী ছিলেন এবং কি কি অপরাধে তাদের কোন কোন কারাগারে বন্দী রাখা হয়েছিল ও তাদের ফাঁসি দেওয়া হয়েছিল , সেই সকল বিষয় নিয়েই এই প্রদর্শনী, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের জীবন বৃত্তান্ত তুলে ধরা হয়েছে ও তারা কত বছর ধরে, কি অপরাধে বন্দী ছিলেন এবং তাদের কারো কারো ফাঁসি দেয়া হয়েছিল, তার সম্পূর্ণ ব্যাখ্যা এই প্রদর্শনীর মধ্যে দর্শকদের দেখার সুযোগ করে দিয়েছেন।, শুধু আমাদের দেশের জেলগুলিতে নয় বিদেশের জেল গুলিতেও তারা কিভাবে বন্দী থাকতেন এবং তাদেরকে ইংরেজরা কিভাবে নির্মম্য অত্যাচার করে মেরেছিলেন ফাঁসি দিয়েছিলেন তার ব্যাখ্যাও রয়েছে। যাহা অনেকের জানা ছিল না ,এমনকি এত সংগ্রামীদের নাম । এই সুন্দর একটি প্রদর্শনীর মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাবে সেই সকল স্বাধীনতা সংগ্রামী আত্মপরিচয়।শুধু আলিপুর সেন্ট্রাল জেল নয়, মেদনীপুর সেন্ট্রাল জেল, প্রেসিডেন্সি জেল , ঢাকা-চট্টগ্রাম জেলেরও ইতি বৃত্তান্ত তুলে ধরা হয়েছে। আর এই সকল জেলে যারা বন্দী ছিলেন এবং যাদের ফাঁসি দেয়া হয়েছিল, তাদের কয়েকজনের নাম এই মুহূর্তে ,,,, যারা ইংরেজ শাসনে বাংলার অসংখ্য বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী বাংলা ও অন্য রাজ্যের কারাগার গুলিতে বছরের পর বছর কঠোরবন্দী জীবন যাপন করেছেন , অনেকে সেলুলার জেলে থেকেছেন, পলাতক জীবন কাটিয়েছেন, যারা কুড়ি বছর বা তার বেশি সময় বন্দী জীবন যাপন করেছেন ,তাদের সম্বন্ধে শ্রদ্ধা জানিয়ে এই প্রদর্শনী আয়োজন। ত্রৈলোক নাথ চক্রবর্তী, ময়মনসিংহ, জেল ৩০ বছর পলাতক ষাট মাস,বীরেন্দ্র চট্টোপাধ্যায়, ফরিদপুর জেলা 25 বছর, পলাতক ৯০ মাস ।ক্ষিতীশ চন্দ্র ব্যানার্জি, আগরতলা ,জেল ২৪ বছর ।পূর্ণেন্দু দস্তিদার ,চট্টগ্রাম, জেল কুড়ি বছর ।ভূপেন্দ্র কুমার দত্ত, ঠাকুরপুকুর, যশোর , জেল ২২ বছর ।অম্বিকা চক্রবর্তী ,চট্টগ্রাম, জেল তেইশ বছর, পলাতক পাঁচ মাস ।সুরেন্দ্র মোহন ঘোষ, ময়মনসিংহ, জেল ২৪ বছর ।
পশ্চিম মেদিনীপুর জেলে যাদের ফাঁসি হয়েছিল। তাহাদের কয়েকজন হলেন পদ্যোত ভট্টাচার্য, গোকুলনগর মেদিনীপুর,। দীনেশ গুপ্ত ,ঢাকা । অনন্ত হরি মিশ্র, নদিয়া । প্রমোদন রঞ্জন চৌধুরী, চট্টগ্রাম । মৃগেন্দ্রনাথ দত্ত ,ব্রজ কিশোর চক্রবর্তী, নির্মল জীবন ঘোষ। এরকম বহু বিপ্লবীর ফাঁসি হয়েছিল এবং কারাগারে বন্দি ছিলেন। যাহাদের নাম,অনেকের অজানা