admin
- ৮ নভেম্বর, ২০২২ / ১২১ Time View
Reading Time: < 1 minute
হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ গাইবান্ধা:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ধান কাটামাড়াই যন্ত্র (হারভেস্টার) বিতরণ করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের সহায়তায় ৫০ ভাগ ভুতুকি কার্যক্রমের আওতায় গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা গ্রামের কৃষক তোকাব্বর হোসেনের হাতে ধান কাটামাড়াই যন্ত্রের চাবি তুলে দেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিব, এসিআই কোম্পানীর মার্কেটিং অফিসার জিয়াউর রহমান প্রমূখ। জানা যায়, ধান কাটামাড়াই যন্ত্রের দাম ৩১ লাখ টাকা। প্রকল্পের মাধ্যমে ৫০ ভাগ ভুতুকি হিসাবে ১৫ লাখ ১০ হাজার টাকা ছাড় প্রদান করা হয়। বাকী টাকা আগামি এক বছরের মধ্যে কৃষককে পরিশোধ করতে হবে।