বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনার সুজানগরে তেলের দোকানে আগুন আট দোকান ক্ষতিগ্রস্ত আগুন নেভাতে গিয়ে দগ্ধ ৫ জন র‌্যাবের অভিযানে সিরাজগঞ্জে বিপুল পরিমান হিরোইনসহ ২জন গ্রেফতার নওগাঁয় বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আটক ৪ বিএসটিআই পাবনার অভিযানে ২লাখ টাকা জরিমানা তজুমদ্দিনে ব্যাটারিচালিত ইজিবাইকে শাড়ির আঁচল পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু কুমারখালীতে বাড়িতে ঢুকে ৪জনকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট নওগাঁয় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে চালক ও হেলপার নিহত মান্দায় সতীহাট বাজারের রাস্তার কাজ পরিদর্শন করলেন ইউএনও হাবিপ্রবিতে এক্টিভেশন প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা তজুমদ্দিনে মাদকদ্রব্যসহ পাঁচজন আটক

ড্রিম গার্ল ২ শুভ মুক্তি পাওয়ার সাথে সাথে দর্শকদের মন জয় করল

Reading Time: < 1 minute

শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা:
২৫ শে আগস্ট শুক্রবার দুপুর একটা ত্রিশ মিনিটে, কলকাতার পিভিআর মনি স্কয়ার মলে, পেজ ৩ এবং কলকাতার মিডিয়ার উপস্থিতিতে বিমল লাহোতি, থিংকিং পিকচারস লিমিটেড দ্বারা আয়োজিত , গ্ৰ্যান্ড স্কিনিং অনুষ্ঠিত হলো ড্রিম গার্ল২, বহু প্রতীক্ষিত ড্রিম গার্ল২ পর্দায় এসে , তার চূড়ান্ত কমেডি এবং তারকা খচিত কাস্ট সমন্বয়ে ভক্তদের আনন্দে বিহল করে দিয়েছে।। ফিল্মটিতে আয়ুষ্মান খুরানা এবং অনন্যা পান্ডের অন্যবদ‍্য ক্রিন কেমিস্ট্রি জুটিকে আলাদা এক উচ্চতায় পৌঁছে দিয়েছে। ড্রিম গার্ল ২ ছবিটি হাস্যরসে ভরপুর বিনোদনমূলক গল্প যেখানে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা ,অনন্যা পান্ডে, অনু কাপুর, পরেশ রাওয়াল, বিজয় রাজ, রাজপাল যাদব, আশরানি ,মনোজ জোশী, অভিষেক ব্যানার্জি, সীমা পাহওয়া, মনোজ সিং রঞ্জন রাজসহ আরো অনেকে।এই ছবিটি একতা কাপুর ও শোভা কাপুড, বালাজি টেলিফিল্ম দ্বারা প্রযোজনা করা হয়েছে, এবং সহ প্রযোজনা করেছেন বিমল লোহায়িতা থিংকিং পিকচারস লিমিটেডের কর্ণধার ,পরিচালনা করেছেন রাজ শান্ডিল্য ।ড্রিম গার্ল ২ এর সহ প্রযোজক এবং থিংকিং পিকচারস লিমিটেডের এমডি শ্রী বিমল লাহোতি, মিডিয়ার সাথে কথা বলতে গিয়ে বলেন, ড্রিম গার্ল ২ হলো একটি সিনেমাটিক রত্ন ,যা মিস করা উচিত নয়। এর হাস্য রস ,কমেডি, স্টারদের পারফরম্যান্স, আকর্ষক কাহিনী, দর্শনীয় ভিসুয়াল এবং সর্বজনীন আবেদন সহ মুভিটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে।পরিচালক মিস্টার রাজ শান্ডিল্য বলেন, ড্রিম গার্ল টু এমন একটি সিনেমা যা বিরাট সংখ্যক দর্শকদের কাছে পৌঁছাতে পারবে, আমি যদি রোমান্টিক কমেডির অনুরাগী হন বা না হন সবার মনোবল বাড়বে এই ছবিটি দেখে, মুভিটিতে প্রত্যেকের জন্য কিছু না কিছু বিষয় রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত।সিনেমা প্রেমি দর্শকেরা এতটাই উল্লেখিত, প্রত্যেকেই একটি কথাই বললেন কোন কথা হবে না, ড্রিম গার্ল ওয়ান থেকে ড্রিম গার্ল টু আরো ভালো হয়েছে, এবং সবার চরিত্র অভিনয় দুর্দান্ত, সবার দেখার মত ছবি,পরিচালক সুন্দর একটি ঘটনা তুলে ধরেছেন, যাহা অনেক কিছু শেখার আছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com