admin
- ২৫ ফেব্রুয়ারী, ২০২৩ / ১৫১ Time View
Reading Time: < 1 minute
আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ি, রাংগামাটি ও বান্দরবান জেলার মেডিকেল টেকনোলজিষ্ট ও তাদের পরিবার নিয়ে বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২৪ফেব্রুয়ারী) রাংগামাটি জেলার বরগাং পিকনিক স্পটে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিষ্টহ এসোসিয়েশন(বিএমটিএ)র উদ্যেগে এ বনভোজনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেডিকেল টেকনোলজিষ্টদের পেশা এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা সভা, দুপুরের খাবার, বিভিন্ন ধরনের খেলাধুলা, রেফেল ড্র এবং কনসার্ট এর আয়োজন করা হয়। সজীব কুমার দে ও রাজীব ভট্টাচার্য্য এর উপস্থাপনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএমটির সভাপতি মোঃ আলমগীর হোসাইন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মোহন, রাংগামাটি জেলা বিএমটির সভাপতি অনিমেষ পাল, বান্দরবান জেলা বিএমটির সভাপতি মং সাই চিং মারমা। সার্বিক তত্বাতত্বাবধানে ছিলেন, কল্পন দেওয়ান, জুয়েল পাল, বাপু মনি চাকমা, চয়ন চাকমা, মোঃফারুক হোসেন, রুপায়ন চাকমা, সুইট চাকমা, মনি নয়ন চাকমা, জয়নিতা দেওয়ান, টিয়া চাকমা, আপ্রুসি মারমা, মংটিং চৌধুরী, টিয়া চাকমা, আপ্রুসি মারমা, সাজ্জাদ হোসেন, অমর দাশ, জেনার চাকমা, আলাউদ্দিন, পলাশ মিত্র, লিটন, মিল্টন চাকমা, হিরো মারমাসহ বিভিন্ন উপজেলা থেকে আগত মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিষ্টগণ। এছাড়াও খাগড়াছড়ি জেলা সদরের নারিকেল বাগানে অবস্থিত পার্ক হিল ক্লিনিক্যাল ল্যাবিরেটরীর পক্ষ থেকে খাগড়াছড়ি জেলা বিএমটিকে সার্বিক সহযোগিতা প্রদান করা।